বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির কেন্দ্রীয় কমিটির সদস্য,নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব নব্বইর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও ১৫৯ নেত্রকোনা -৩ ( আটপাড়া – কেন্দুয়া) নির্বাচনী এলাকার বি এনপির মনোনয়ন প্রত্যাশী ড্ক্টর মোঃ রফিকুল ইসলাম হিলালী দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেছেন, বিএনপির দুর্দিনে যাঁরা নেতাকর্মীদের পাশে ছিলেন না,তারাই এখন বসন্তের কোকিলেরঁম মতো কুহু কুহু করে ডাকবে, তাদের ডাকে কখনই সাড়া দেবেন না। তাদের কাজই এমন।কোকিলের মতো বসন্তকালে লোকালয়ে আসবে, আবার সুযোগ বুঝে উড়ে যাবে। শুক্রবার বিকেলে আটপাড়া উপজেলা বি এনপি নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকের সম্মানে কেন্দুয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে বি এনপি, সহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।