ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি করা হয়। শনিবার (২৪- মে) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ৯ নং ছাপরহাটী ইউনিয়নে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ছাপরহাটী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সরওয়ার হোসেন সচিব ছাপরহাটী ইউনিয়ন, জনাব এফ আই জাহাঙ্গীর মন্ডল আহ্বায়ক ছাপরহাটী ইউনিয়ন বিএনপি,জনাব মোকলেছুর রহমান মুকুল সদস্য সচিব ছাপরহাটী ইউনিয়ন বিএনপি, জনাব আনছার আলী ৩ নং ওয়ার্ড সদস্য, জনাব শুরুজ্জামান ৫ নং ওয়ার্ড সদস্য, জনাব রানা মিয়া ৭ নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুল হাই ৯ নং ওয়ার্ড সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাপরহাটী ইউনিয়ন সুত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নে ভ্রাম্যমান ১ দিনের জন্য ৪০০ শত ফ্যামিলির মাঝে ট্রাকে ( টিসিবির) পণ্য বিক্রি করা হবে। উক্ত ভ্রাম্যমান পয়েন্ট থেকে ৪’শ জন পণ্য সংগ্রহ করতে পারবেন নায্য মুল্যে। ট্রাক থেকে প্রতি কেজি মশুরের ডাল ৮০ টাকা, চিনি ৮৫ টাকা, ভোজ্য তেল ১৩৫ টাকা,দরে কিনতে পারবেন একজন ক্রেতা। বলেন, একজন ক্রেতা মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল ২লিটার কিনতে পারবেন।