পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ১৩টি অস্থায়ী গরু ও ছাগলের হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী যেসব এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হবে তা হলো: হোসেনপুর, মঙ্গলেরগাঁও, মেঘনা শিল্পনগরী, খুলিয়াপাড়া (সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন), বৈদ্যেরবাজার, অলিপুরা, ধন্ধীর বাজার, ভটেরপাড়া, তালতলা, মুন্দিরপুর, নয়াপুর, গঙ্গাপুর এবং কাঁচপুর। এসব হাটের সরকারি মূল্য নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ৩৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,৯১,৫০০ টাকা পর্যন্ত।
দরপত্র জমাদানের সময়সূচি:
প্রধান শর্তাবলি:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজারা সংক্রান্ত যেকোনো তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে।
এই উদ্যোগের মাধ্যমে পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।