দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপি, শ্রমিক দল ও যুবদল সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভিজিডি চাল বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ পাওয়ায় ২ নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান (রিপন), ওই ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন শেখ ও ওই ইউনিয়নের যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুকে দলীয় সিদ্ধান্ত ক্রমে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখা ও উপজেলা যুবদল কার্যালয়ে জরুরী ভিত্তিতে এক দলীয় বৈঠক ডেকে তিন নেতাকে বহিষ্কার করে এক পত্র জারি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার স্বাক্ষরিত দলীয় পত্র ে পাওয়া যায়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান ওরফে রিপনকে দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জড়িত থাকার অপরাধে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে একটি পত্র পেয়েছি।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান আদম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের করে পত্র দেয়া হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুকে দলীয় পদ থেকে বহিষ্কার করে পত্র দেওয়া হয়েছে।