পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নজরুল ইসলাম বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠান আটখালী মাধ্যমিক বিধ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ৪০ হাজার এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। এর আগে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৫৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, মো. আব্দুল জব্বার, প্রোগ্রাম মনিটর, স্পন্দনবি, বাংলাদেশ ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান। এছাড়াও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোকন রহমান, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহম্মেদ ও সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।