1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কয়রায় জমি জবরদখল ও মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন কয়রায় ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে উত্তাল পোড়াবাড়ি

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ হত্যার নজির পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই ; সচিব কামরুজ্জামান

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
আমরা জুলাই আগস্ট বিপ্লব দেখেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেছি, পৃথিবীর কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নাই বললেন বাংলাদেশ সরকারের সচিব (অবসরপ্রাপ্ত) মো. কামরুজ্জামান চৌধুরী স্বপন।
তিনি শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে পাইলট উচ্চ বিদ্যায়ল মাঠে বাংলাদেশের স্কাউটিং ও সহ শিক্ষা  কার্যক্রমকে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে  “প্রতিভা অন্বেষণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ-২০২৫ ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগস্টের ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। কিন্তু আমাদের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির সদস্যরা সর্বোপরি শিক্ষার্থীরা দেশের শৃঙ্খলা বজায় রেখেছেন। সেটা ছিল সব চেয়ে উত্তম শৃঙ্খলা আমি যতদূর দেখেছি। কারণ আমাদের এ প্রজন্ম কোনো অন্যায় সহ্য করে না। এরা কোনো ফ্যাসিবাদ সহ্য করে না। সুতরাং আমরা ন্যায়ানুরাগী হবো, ন্যায় বিচার করবো, ন্যায়ের পথে চলবো। শিক্ষকমণ্ডলীদের শ্রদ্ধা করবো। আমরা কিশোর গ্যাং হবো না। অন্যায় দেখলে প্রতিবাদ করবো।
স্কাউটিং অনুষ্ঠান শেষে চৌমুহনী পর্কে বৃক্ষরোপণ অভিযান করেন অতিথিরা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে সচিব বলেন, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ।  আমাদের নোবেল লরিয়েট ড. ইউনূস স্যারের একটা বই আছে তিন শূন্যের পৃথিবী। তা হলো শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য। তাই আমরা বৃক্ষরোপণ করবো। কারণ গাছ অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতির সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বিএনপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর জামায়াতের আমীর জসিম উদ্দিন, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান সার্বিক নির্দেশনা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগমগঞ্জ উপজেলার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com