জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, চলমান একাধিক মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া নেতারা হলেন:
১. অ্যাডভোকেট শামসুল আলম দুদু (সাবেক এমপি, জয়পুরহাট-১),
২. আবু সাঈদ আল মাহমুদ স্বপন (সাবেক হুইপ ও এমপি, জয়পুরহাট-২),
৩. জাকির হোসেন মণ্ডল (সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ),
৪. জাকারিয়া হোসেন রাজা (সভাপতি, জেলা ছাত্রলীগ),
৫. মোস্তাফিজুর রহমান মোস্তাক (সাবেক মেয়র ও যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগ),
৬. হাবিবুর রহমান হাবিব (সাবেক মেয়র, পাঁচবিবি),
৭. মিন্নুর হোসেন (সাবেক সভাপতি, পাঁচবিবি স্বেচ্ছাসেবক লীগ),
৮. মোজাফ্ফর হোসেন (ইউপি আওয়ামী লীগ সভাপতি),
৯. সাঈদ আল মাহমুদ চন্দন (সিনিয়র যুগ্ম সম্পাদক, পাঁচবিবি আওয়ামী লীগ),
১০. গোলাম মাহফুজ চৌধুরী অবসর (যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগ),
১১. মিনফুজুর রহমান মিলন (সভাপতি, কলাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান),
১২. আনোয়ারুজ্জামান তালুকদার (সাবেক চেয়ারম্যান, আলমপুর ইউপি),
১৩. এস এম রবিউল আলম চৌধুরী (সাবেক চেয়ারম্যান, মোহাম্মদপুর ইউপি),
১৪. রাসেল দেওয়ান মিলন (সভাপতি, জেলা যুবলীগ),
১৫. আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক (সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান, মাত্রাই ইউপি),
১৬. মুস্তাকিম মণ্ডল (যুগ্ম সম্পাদক, ক্ষেতলাল আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান),
১৭. আবু বকর সিদ্দিক রেজা (সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ),
১৮. খোরশেদ আলম সৈকত (সদস্য, সদর আওয়ামী লীগ ও চেয়ারম্যান, পুরানাপৈল ইউপি)।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, চলমান মামলাগুলোর তদন্ত কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের বিদেশগমন নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনার অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।