নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটি এর ফেনী জেলা শাখার নতুননকমিটি মতবিরোধ তৈরী হয়েছে। প্রধান সমম্বয়ক পদ নিয়ে ঐক্য মত না হওয়ায় দুই পক্ষ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে।এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা তরুণরা বিভ্রান্তিতে রয়েছে।
সংগঠনের সুত্র জানায়, বৈষম্য বিরোধী ব্যানারে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ফেনী জেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল গঠন করা হয়।পরবর্তীতে এনসিপি গঠনের পর এতে সবাই যুক্ত হন। ওই কমিটিতে শিরুর দিকে যুক্ত থাকা ৬৭ সদস্যের অনেকেই এখন এন সিনপির কার্যক্রমে অনুপস্থিত। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চললে ও নতুন কমিটির আহবায়ক পদ নিয়ে মতবিরোধ তৈরী হয়।এন সিপির একাদিক নেতা জানান,সম্প্রতি সমম্বয় কমিটি গঠন নিয়ে জোর প্রক্রিয়া শুরু হয়,চলিত মাসের শিরুর দিকেই শহরের ডাক্তার পাড়ায় এ সংক্রান্ত বৈঠকে জাহিদুল ইসলাম সৈকত, আজিজুর রহমান রিজভী, আবদুল্লাহ আল জোবায়ের, শাহওয়ালী উল্যাহ মানিক প্রধান সমম্বয়ক পদ পেতে আগ্রাহ প্রকাশ করেন।বৈষম্য বিরোধী আন্দোলনে নিজ নিজ ভুমিকা তুলে ধরেন।এনিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় তাই কোন সমঝতা ছাড়া বৈঠক শেষ হয়।এ ব্যাপারে আবদুল্লাহ আল জোবায়ের ও শাহওয়ালী উল্যাহ মানিক এর সাথে কথা বলতে চাইলে দুইজনেই কথা বলতে রাজি হননি।