1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেপরোয়া গরু চোর সিন্ডিকেট বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা মানিকগঞ্জে প্রাইমারী স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা ও গর্ভের শিশুকে হত্যার চেষ্টা বটিয়াঘাটায় চাউল বিতরণে অসঙ্গতি: তৃতীয় বারের চাউল কোথায় গেল যুবলীগ নেতা গ্রেফতার অতঃপর মুক্তি দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: নার্গিস বেগম চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা চাদপুর জেলা পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি কলাপাড়ার মহিপুরে ইয়াবা কারবারির ঘরে হানা, পুলিশের জালে সুমন

রায়গঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় ধানগড়া পৌর সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা: এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে এই জনপদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করবে। এদেশের মানুষ ইসলামপ্রিয় সুতরাং তারা ইসলামের পক্ষেই অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন,”যারা এখনই পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, লুটপাট করা শুরু করেছে তাদেরকে স্বৈরাচারের মতোই পালাতে হবে। আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা তথা দেশবাসীকে আহবান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌর জামায়াতের আমির হোসেন আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন উপজেলার উজ্জীবন, অভিযান ও সুর কাফেলা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
আয়োজিত এই মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com