ফরিদপুরের আলফাডাঙ্গায় মুদি দোকানে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে দিগনগর বাজারে মো. বাসার মোল্যা দীর্ঘদিন ধরে দোকান ঘর ভাড়া নিয়ে মুদি ব্যবস্যা করে আসছে।
সরজমিনে দোকান মালিক বাসার মোল্যা বলেন,গত রবিবার সকালে দোকানের সাটার খুলে দেখেন দোকানের রেখে যাওয়া মালামাল এলোমেলো। পিছনের দরজা ভেঙ্গে চোর দোকানে ডুকে নগদ টাকা ও দামি মালামাল সিগারেট, তৈল ও দুধের ডিব্বাসহ আরো অনেক কিছু চুরি করে নিয়ে যায়।ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দোকানের পিছনের দরজা ভেঙ্গে ঘরের মালামাল চুরি করে । ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা হবে বলে জানায়।
মুদি দোকানদার বাসার দেশ বুলেটিন রিপোর্টারকে জানান, প্রতিদিনের ন্যায় আমি শনিবার দিবাগত রাতে ১০ টার সময় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। রবিবার সকালে দোকান খুলে দেখি পিছনের দরজা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করে নেয় ।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,এলাকায় দিনদিন চুরির সংবাদ পাই। দ্রুত সকলে মিলে দমন করতে হবে।
আলফাডাঙ্গা থানা ওসি মো. সেলিম রেজা জানান, চুরির ঘটনা শুনেছি, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হইবে।