1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বনজ, ফলদ ও ঔষুধী বৃক্ষের তিন হাজার চারা বিতরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: তদন্তের দাবি। কালকিনিতে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম: দুদকের অভিযান পরিচালনা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় গণ্যমান্য ব্যক্তিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলার বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ জুলাই ফেনীতে ট্যাপেন্টডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক ২৩ বছর পর আজ পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

মোঃ আব্দুল কাদের, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের পূর্ব করিয়ার গ্রামে সম্প্রতি ঘটে গেছে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খায়রুল ইসলামের বসতবাড়িতে অজ্ঞাত সূত্রে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর সহ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র। স্থানীয়দের প্রাথমিক ধারণা—পূর্ব শত্রুতার জের ধরে কেউ ইচ্ছাকৃতভাবে রাতের আধারে আগুন লাগিয়েছে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সর্বস্ব হারায় পরিবারটি।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে প্রদান করা হয় মানবিক আর্থিক সহায়তা।
সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। জামায়াত শুধু রাজনৈতিক দল নয়—এটি একটি আদর্শিক ও মানবিক আন্দোলন। আমরা অতীতেও মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছি, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেনপাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আহম্মদ আলী, সহকারী সেক্রেটারি মোঃ মুরশিদুল আলম সোহাগ,ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারী মোঃ ফারজুল ইসলাম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নূহ নাজিউল হক, ইউনিয়ন শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিক সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়—ঘটনার পর সবাই যখন নিরব, তখন জামায়াতই প্রথম আমাদের পাশে এসে দাঁড়ায়। তারা শুধু সহযোগিতা নয়, আমাদের মানসিক শক্তিও দিয়েছে। আমরা আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদানের দোয়া করি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই মানবিক ভূমিকা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি প্রমাণ করে—রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, বরং মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক নেতার প্রকৃত দায়িত্ব। জামায়াতের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, অনুসরণযোগ্য এবং দেশের ভবিষ্যতের জন্য এক আশার আলো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com