দীর্ঘ ২৩ বছর পর কাঙ্ক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতা কর্মীদের ঢল নেমেছে। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী দুই জন ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার কাউন্সিলরগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে জেলা বিএনপির নেতা নির্বাচিত করবেন। জেলা কমিটির সফল করার জন্য ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতাদের মাঝে উপস্থিত ছিলেন সম্মানিত কাউন্সিলরগন। জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ছিলেন কেন্দ্রীয় নেতা আবদুল্লা আউয়াল মিন্টু,আকন কুদ্দুসুর রহমান, হাসান আল মামুন, এবিএম মোশারেফ, আলতাফ হোসেন চৌধুরী।