পটুয়াখালী জেলার বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ আজ সকাল ১১টায় শহরের ব্যায়ামাগার মাঠে শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, মো. হাসান মামুন ও মো. দুলাল হোসেন প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশনে নেতারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দ্বিতীয় অধিবেশনে শুরু হয় ভোটগ্রহণ। সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।