বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এছাড়াও উপজেলার চারটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নেতারা তাদের ইউনিটের কর্মকাণ্ড, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন করেই বিএনপিকে আরও সংগঠিত করতে হবে। আগামী দিনগুলোর আন্দোলন-সংগ্রামে মাঠের নেতৃত্বই হবে মূল চালিকা শক্তি।” তিনি দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পুনর্গঠন এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। সভা শেষে নেতারা ঐক্য, সততা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।