কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস-মথুরাপুর শেখ পাড়ায় শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা থেকে প্রাগপুর গামী এসবি সুপার ডিলাক্স বাসটি দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং যাত্রীদের মধ্যে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং অন্ধকারে দৃশ্যমানতা কম থাকাই এই দুর্ঘটনার কারণ। এ ঘটনায় তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন সবাইকে সতর্কভাবে চলাচলের আহ্বান জানিয়েছে।