ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসাবে রাজপথের দুঃসময়ের পরীক্ষিত পরিচ্ছন্ন, জনবান্ধব, রাজনীতিবিদ রকিবুল করিম পাপ্পু ব্যাপক আলোচনায় রয়েছেন।
সেই ছোট্ট বেলায় বাবার হাত ধরে রাজনীতিতে রকিবুল করিম পাপ্পু ভাই পরবর্তীতে বিভিন্ন পদে থেকে সাংগঠনিক উন্নয়ন ও এলাকার উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী বলেন, পাপ্পু ভাই দুঃসময়ে যারা রাজপথ থেকে আন্দোলন, সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাঁদের মধ্যে অন্যতম। পাপ্পু ভাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির একাধিক নির্যাতিত ত্যাগি কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেন।
রকিবুল করিম পাপ্পু বলেন, আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করছি। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মাঠে আছি এবং থাকব ইনশাআল্লাহ। আমি সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ) এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিজেস্ব তহবিল থেকে করে যাচ্ছি এবং আগামীতেও করে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি। তবে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
দলের শৃঙ্খলার বিষয়ে রাকিবুল করিম পাপ্পু বলেন, আমি নিজেকে আগে কর্মী মনে করি পরে নেতা। তাই হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে চলা শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। শৃঙ্খলা না থাকলে দলের মধ্যে বিভক্তি, হানাহানি ও অবক্ষয় বারে যা কখনোই কাম্য নয়। দলকে সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই।
বিএনপির একাধিক প্রার্থী নাম আলোচনায় থাকলেও তৃণমূলের বড় অংশ মনে করেন ত্যাগী, পরীক্ষিত পরিচ্ছন্ন জনবান্ধব নেতাদের মনোনয়ন দেওয়া উচিৎ। এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একাধিক প্রার্থী থাকলেও রকিবুল করিম পাপ্পু তাদের মধ্যে অন্যতম।