উত্তরের রাজনৈতিক অঙ্গনে ফের জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। দিনাজপুর-৬ আসনকে ঘিরে মুখোমুখি লড়াইয়ে নেমেছে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী। বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার এই বৃহৎ আসনে হেভিওয়েট প্রার্থীদের আগমনেভোটের সমীকরণ বদলে যাওয়ার আভাস মিলছে।
মাঠে নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আস্থাভাজন চিকিৎসক নেতা প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। পাল্টা লড়াইয়ে আছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম। দুই শরিকের এই প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জোট রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
বিএনপির শক্তিশালী তৎপরতা:
দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি নিয়মিত চার উপজেলার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে দলকে সংগঠিত রাখছেন। স্থানীয় নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করছেন, ডাঃ জাহিদ হোসেন এখান থেকেই নির্বাচন করবেন।
এ আসন পুনরুদ্ধারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম একক প্রার্থী হিসেবে মাঠে আছেন। ৪ ফেব্রুয়ারি জামায়াতের রোকনদের সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
তৃণমূলের নেতাকর্মীদের অনেকে মনে করছেন, ডাঃ জাহিদ হোসেন যদি নির্বাচন না করেন, তাহলে বিএনপির জন্য এ আসনে জয় পাওয়া কঠিন হবে।
মাঠ পর্যায়ের বিশ্লেষণ বলছে, দিনাজপুর-৬ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যেই।