1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইউএনও’র উদ্যোগে নজর কেড়েছে ভালুকাবাসীর মিথ্যা তথ্য সরবরাহ ও সংবাদের মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহাগ হত্যার বিচার দাবি জামায়াতের, বরগুনায় পরিবারকে সমবেদনা জানালেন জেলা আমীর ১৯শে জুলাই ঢাকায় সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানে সি/বি/পি ক্লিন-আপ ড্রাইভ -২০২৫ অনুষ্ঠিত হয় কক্সবাজারে ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ভোলা জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

দুদকের মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়রের স্ত্রী কারাগারে

Akm Iqbal
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেছেন দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় গৃহীত হয়েছে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, জহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তী দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন। মেয়র থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, জহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিয়া শারমিনের নামে বৈধ কোনো আয় বা ব্যবসার উৎস পাওয়া যায়নি। অথচ নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় তাদের নামে জমিসহ চারতলা একটি ভবনের অস্তিত্ব পাওয়া যায়, যার নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা। দুদকের দাবি, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে উক্ত সম্পত্তি অবৈধভাবে অর্জন ও ভোগ করছেন। বর্তমানে সামিয়া শারমিন নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। অপর অভিযুক্ত সাবেক মেয়র জহিরুল হক রায়হানের বিরুদ্ধে অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com