মেঘলা দিনে একলা ঘরে
থাকে না তো মন,
মন যেতে চায় তোমার কাছে
দাও না নিমন্ত্রণ।
হাজার বছর হয় নি দেখা
আক্ষেপ হল পেশ,
তুমি আমার প্রেম জীবনের
প্রথম এবং শেষ।
হাজার বছর ছুঁই নি তোমায়
আমার মনে হয়,
তুমিই বলো এক মনের আর
কতো ধৈর্য রয়!
হাজার কথা জমে আছে
মনের কোণে ভাজ,
ইচ্ছে প্রবল সকল কথা
বলতেই হবে আজ।
তোমায় পেতে ছন্দরা আজ
করছে আন্দোলন,
মন যেতে চায় তোমার কাছে
দাও না নিমন্ত্রণ।