বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয়ভাবে ঘোষিত এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কয়রা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সোমবার, ২১ জুলাই বিকেলে এই কর্মসূচি পালিত হয়। কয়রা সদর থেকে কাশিহাটখোলা অভিমুখী সড়কে বিভিন্ন প্রজাতির ৩০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
বেলা ৪টায় চাররাস্তার মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিবেশ সুরক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, ডাঃ নুর ইসলাম খোকন, দেলশাদ আলম, সোলাইমান ইসলাম, মেহেদী হাসান মিলন, শাহরিয়ার কবির টুটুল, আকবর হোসেন, মিজানুর রহমান লিটন, আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও যুবদল নেতা ইহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী,আনারুল ডাবলু, সরদার মাসুদ; স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলান উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, রিয়াজাদুজ্জামান বাবলু, আনিচ, মফিজুল ইসলাম; এবং ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে স্থানীয় পর্যায়ে জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।