মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের এক নারী প্রবাসী সৌদি আরবের দাম্মামে হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন। নিহতের নাম দোলেনা। তিনি গোলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা, পিতা- কোরবান মিয়া ও মাতা- মনোয়ার বেগম। দোলেনা বেশ কয়েক বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের দাম্মাম শহরে কর্মরত ছিলেন। তিনি গৃহকর্মীর কাজে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি দাম্মামের কাঠি এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এ ঘটনাটি গভীরভাবে নাড়া দিয়েছে। সৌদি আরব থেকে এখনো তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে। মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।