রায়গঞ্জ-তাড়াশকে মডেল উপজেলা করতে বিএনপি’র সংসদ সদস্যের বিকল্প নেই। বিগত ১৫ বছরের অধিককাল শেখ হাসিনার ফ্যাসিবাদ ও স্বৈরাচারি শাসনামলে জনগণের উপর চলেছিল যুলুম ও নির্যাতন। মানুষ হারিয়েছিল বাক-স্বাধীনতা। সেই সাথে দেখা দিয়েছিল গণতান্ত্রিক চর্চার অভাব, ক্ষমতার অপব্যবহার ও কালো টাকার প্রভাব। হাসিনার পতনের পর সকল শ্রেণির পেশার মানুষ আবার নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে একটি সুখি ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করছি । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৩ রায়গঞ্জ-তাড়াশ এলাকায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও রায়গঞ্জ উপজেলার সমন্বয়ক এবং বিএনপি নেতা রফিকুল করিম পাপ্পু এসব কথা বলেন ।
এদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ-তাড়াশ আসনে নড়েচড়ে বসেছে জামায়াতের প্রার্থী। আসন্ন নির্বাচনকে ঘিরে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা। সাংগঠনিক শক্তি মজবুত করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে প্রতিনিয়ত নানা কার্যক্রম পরিচালনা করছেন তারা। অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন জামায়াত অনেকটায় শক্তিশালী। এমন দাবি করেছে জামায়াতের তৃণমূল নেতাকর্মীরা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী চান।
নিরপেক্ষ নির্বাচনকে সামনে রেথে ইতোমধ্যে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজে নেতৃত্বদানকারি অংশীজনদের সাথে আলোচনা ও মতবিনিময় করছেন জনসাধারণ। ভোটাধিকার প্রয়োগ করে রকিবুল করিম পাপ্পুকে নির্বাচিত করার স্বপ্ন দেখছেন এলাকার আপামোর জনসাধারণ।
বিশেষ করে ২০১৮ সালে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুল বাতেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আফসার আলী, আঃ হাকিম, যুবদলের আহ্বায়ক – শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক – রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – শাহাদত হোসেন, সদস্য সচিব – সাইফুল খাঁন , ছাত্রদলের , আহবায়ক – জাহিদ ফকির , সদস্য সচিব – খন্দকার শাহাদত হোসেন, রায়গঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক প্যারিসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা তাকে সাধুবাদ জানিয়ে পাশে থাকারও আশ্বাস প্রদান করেছেন।
সুশীল সমাজের প্রতিনিধি বলেন আমরা সিরাজগঞ্জ- ৩ রায়গঞ্জ -তাড়াশ এলাকার জনগনের ভাগ্যের পরিবর্তনে রকিবুল করিম পাপ্পুর বিকল্প কাউকে খুজে পাচ্ছি না। যদি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে দলীয় মনোনয়ন দেন তাহলে আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারব বলে আশা রাখছি।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে রকিবুল করিম পাপ্পু বলেন তাঁর মূল লক্ষ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নপুরনে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্রতিনিয়ত উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চাই।