“নিজে সচেতন হোন, পরিবারকে সুরক্ষিত রাখুন। ডেঙ্গু প্রতিরোধে একসাথে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ আগস্ট (বুধবার ) পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, বরিশাল বিভাগ এর পরিচালনায় স্বেচ্ছাসেবী সংগঠন BBDC এর সহযোগিতায় পিরোজপুর সদর উপজেলার পুলিশ লাইনস হাই স্কুলের অডিটরিয়াম গণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব কমলেশ কৃষ্ণ হালদার , সচেতনতামূলক বক্তব্য রাখেন জনাব মাস্টার ওহিদুজ্জামান শেখ, জনাব মুহাম্মদ আরিফ বিল্লাহ ও স্বেচ্ছাসেবী সংগঠন BBDC এর সদস্যবৃন্দ। উল্লেখ্য যে ইতিমধ্যে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি পিরোজপুর জেলার ‘জিলা স্কুল’ , ‘সদর গার্লস’ টাউন হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞজন অভিমত প্রকাশ করেছেন। বিজ্ঞজন আশা করছেন কর্তৃপক্ষ যেনো এরকম সচেতনতামূলক কার্যক্রম আরো অব্যাহত রাখে।