নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরের এক্সোপ্ল্যানেট ট্র্যাপিস্ট-১ই সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর আকারের এই গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, ট্র্যাপিস্ট-১ই তার প্রাথমিক হাইড্রোজেনভিত্তিক বায়ুমণ্ডল হারিয়েছে। তবে সেখানে দ্বিতীয় পর্যায়ের বায়ুমণ্ডল টিকে থাকতে পারে, যা গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে তরল পানি ধরে রাখার উপযোগী পরিবেশ তৈরি করতে সক্ষম। এর ফলে গ্রহটিতে বৈশ্বিক মহাসাগর কিংবা বরফ-ঘেরা জলাশয় থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও এখনো বায়ুমণ্ডল বা তরল জলের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, এই গবেষণা সম্ভাবনার পরিধি আরও সংকুচিত করেছে। ফলে ট্র্যাপিস্ট-১ই বর্তমানে জীবনের অনুকূল পরিবেশ খুঁজে পাওয়ার অন্যতম শীর্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।