ই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিট এ চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে। তারপর পর্যায় ক্রমে বিতর্ক প্রতিযোগিতা & সুনামগঞ্জ জেলা এনসিটিএফ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ এনসিটিএফ এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এনসিটিএফ এর প্রযোজনায় নাটক:(শেষ বিকালের আলো), নাটক রচনায় : শাহীন বাহার, নির্দেশনায় : পল্লব ভট্টাচার্য, সিনিয়র নাট্যকর্মী : সামির পল্লব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে নৃত্য,ওপেন কুইজ এবং সংগীত অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে NCTF এর ৩ সদস্য কবিতা আবৃত্তি করে (আরাফ মুত্তাকী ইফতি, উম্মে মহুয়া ও সাবরিন জাহান লিসা) আরো বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান।
NCTF এর DV প্রিয়াংকা কর প্রিয়া জানায় যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ) জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ও শিশুদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করে থাকি। আমরা ৬৪ জেলায় কাজ করছি।আমাদের কার্যক্রমে ধারাবাহিকতায় আগামী ১৯শে জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী হাসান রাজা মিলনায়তনে এনসিটিএফ এর আয়োজনে ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় শিশু উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা এনসিটিএফ এর সদস্যরা ইমতিয়াজ, নিশাত, উম্মে মহুয়া, দিয়া, তাসনিম, আনিকা, সাইমা,মারুফা দিয়া পামির, আরাফ, হিমেল, ইমাদ, অভিজিৎ, কাব্য, শুভ্র,জিৎ, ফায়েক, অর্চি, রাহাত, লিংকি, সৃজন, অন্তর ও প্রিয়াংকা উপস্থিত ছিলেন।