বন্যপ্রানী আইনে নিষিদ্ধ বাঘাইড় মাছ বিক্রেতা মাছ বিক্রেতা আব্দুল জলিল বুধবার পোড়াদহের মেলায় বিক্রির উদ্দেশ্যে আনা মাছ বিক্রি করতে না পেরে বুধবার দুপুরে বগুড়া ফতেহ আলী বাজারে নিয়ে এসে ২ টি মাছ কেটে বিক্রি করে দেয়।মাছ বিক্রেতা আব্দুল জানান, পোড়াদহের মেলা এই মাছ বিক্রি নিষিদ্ধ ঘোষনা হয়েছে জেনে সে শহরের ফতেহ আলী বাজারে নিয়ে আসে।
মাছ বিত্রেুতা জানান, দুইটি মাছের এক একটির ওজন ১০০ কেজি। সে অন্য জায়গা থেকে কিনে আনে মেলায় বিক্রির জন্য। সেখানে বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে ফতেহ আলী বাজারে আনে।
বগুড়া বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান জানান, বাঘাইড় মাছ বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরপত্তা) আইনে ২০১২ এর ২ নং তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রানী। এই আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তি যোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দন্ড হতে পারে।এ ব্যাপারে বগুড়া বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান জানান, এ বিষয়ে তার জানা ছিল না। কাউ তাকে তথ্য দেয়নি। জানলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন বলে জানান তিনি।