সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মরিচ্যা বাজারের ব্যবসায়ী ইসমাইলের দায়েরকৃত মামলায় তিন নাম্বার আসামি মঞ্জুরকে আটক করেছে পুলিশ। গত ৩ই মার্চ রবিবার রাতে উখিয়া থানার একদল পুলিশ নিজ বাড়ি থেকে মঞ্জুরকে আটক করেছে। থানায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করেছে, গত ১ মার্চ সকাল আটটায় উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে মধুবনের স্বত্যধিকারী মৃত হাজী ফজল আহমদ এর ছেলে ইসমাইল ও তার মা পাওনা টাকা চাইতে যায় মরিচ্যা বাজার উত্তর স্টেশন এলাকার আব্দুল খালেক, প্রকাশ মনু সৌদাগরের ছেলে আব্দুর রহিম প্রকাশ টুনাইয়ার কাছে। ওই সময় তাদের মধ্যে কিছু বাকবিতন্ডতা হয়, এতে ক্ষিপ্ত হয়ে টুনাইয়ার নেতৃত্বে তার সেই ভাই মঞ্জুর ও সাজ্জাদ দা,ও লাটি নিয়ে ইসমাইলের বসত ঘরে এসে তার ওপর আতঙ্কিত হামলা করে। এতে দারালো দায়ের কোপে মাথায় মারাত্মক আহত হন ইসমাইল।
তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসিরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবনতি উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় আহত ইসমাইলকে। এদিকে ঘটনায় আহত আব্দুর রহিম প্রকাশ টুনাইয়া এক নম্বর ভাতিজা ইসমাইল বাদী হয়ে মনু সৌদাগরের ছোট ছেলে আব্দুর রহিম প্রকাশ তুনাইয়াকে এক নম্বর, ভাতিজা সাজ্জাদ ও মঞ্জুরকে আসামি করে তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে বাদির পরিবার অভিযোগ করেছে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে, মামলা তুলে না নিলে আরো ভয়াবহ পরিণত হবে হুমকি দেয় আসামিরা। আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদির পরিবার।