আজ ১৩ জুলাই বাংলাদেশ নাগরিক পার্টি (NCP) এর উদ্যোগে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগের পদযাত্রা পিরোজপুর শহরের সিও অফিস মোড় থেকে শুরু করে শহীদ মিনার চত্বরে এক পথ সবার মাধ্যমে শেষ করে। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তিনি বলেন জুলাই এখনো শেষ হয়নি পিরোজপুরের মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের সাথে আছে জুলাইতেও এরূপ আমাদের সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশ নিয়েছিল। বর্তমান চাঁদাবাজ দখলবাজদের ও পিরোজপুর বাসি রুখে দিবে। আরো উপস্থিত ছিলেন ডঃ তাসনিম জারা, মশিউর রহমান, সামান্তা শারমিন।