গাজীপুরের শ্রীপুরে ১৩/০৭/২৫ ইং রোজ রবিবার পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা মরহুম এ্যাড. কাজী খাঁনের স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ জুলাই বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় মরহুম কাজী খাঁন এর অফিসে এ স্বরণ সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার এর সভাপত্বিতে ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এ্যাড. রাজিবুল আলম ব্যাপারীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাছাড়াও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব মো: খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ব্যাপারী,যুগ্ন আহ্বায়ক এ্যাড. আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা,
আফাজ উদ্দিন মোল্লা, মো:বিল্লাল হোসেন,আমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা আরাফাত ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, ছাত্র নেতা মজিবউদ্দিন সগির সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ বাচ্চু প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খাঁন ও শহিদুল্লাহ শহীদ,জাসাস নেতা সোহেল মন্ডল,ছাত্র নেতা রাজিব মন্ডল ও যুবদল নেতা মিলন সহ সকল প্রয়াত নেতাদের বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ব্যাপারী প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন ও তার আত্নার মাগফেরাত কামনা করেন। তাছাড়া মরহুম কাজী খানের ব্যবহৃত অফিসটি বিএনপির সাংগঠনিক কাজের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।