গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি’র ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদকের স্থান বিএনপিতে হবেনা।
গত১৯ জুলাই শনিবার বিকাল ৩ ঘটিকায় শ্রীপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দান সংলগ্ন শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক জনাব হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আনোয়ার হোসেন বেপারীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব আব্দুল মোতালেব এবং সদস্য সচিব জনাব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আহসান কবির।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্যবৃন্দের মধ্যে সাইফুল হোক মোল্লা, খোকন প্রধান,বিল্লাল হোসেন, এস এম জাবেদ, আলমগীর হোসেন, মুনসুর আহমেদ, দুলাল চৌহান, টিপু সুলতান।
শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জনাব সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডল, শ্রীপুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী মাসুদ রানা, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওশাদ মোস্তাক, পৌর যুবদল নেতা রনি খান, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মিলন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে যুক্ত তারা কখনো বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সাথে থাকতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের গঠনতন্ত্র মেনে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনিতী করার আহবান জানান।
সভার সভাপতি জনাব হুমায়ুন কবির সরকার বলেন শ্রীপুর পৌর বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে কার্যকরী কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।