গাজীপুরের শ্রীপুরে তাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ী চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন উদয়খালী গ্রামের আ. রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিবিএস গ্রুপের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ছুটির দিনে তাল পাড়ার উদ্দেশ্যে তিনি গাছে ওঠেন। স্থানীয় সূত্রে জানা যায়, ডোমবাড়ী চালা গ্রামের বাসিন্দা জাকারিয়ার তিনটি তালগাছ কিনেছিলেন আকরাম। দুপুরে গাছে ওঠার সময় তালগাছের ডাল বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে আকরাম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে একটি সীমানা প্রাচীরে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরি চিকিৎসা সুবিধা না থাকায়, দ্রুত তাকে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আ. রাজ্জাক জানান, “সকালেই ধান সিদ্ধের কাজে তাকে ডেকে তুলি। এরপর সে তাল পাড়ার উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পরই আকরামের মৃত্যুর খবর আসে।” শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “ঘটনার বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”