মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গজারিয়া থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ।এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আসা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষদের সঠিকভাবে সেবা দান ও হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। গজারিয়া থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা।এর আগেও তিনি জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করেছেন। থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, আদালতের নাজির মো: আবু হানিফ সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যগণ।