1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কয়রায় জমি জবরদখল ও মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন কয়রায় ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে উত্তাল পোড়াবাড়ি

নাটোরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী প্রচারণা

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে
নাটোরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থীদের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে।
আবার এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। ’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা যাদের নৌকা মার্কার প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে সেটাই আমার আহ্বান। ’
বাণিজ্য করেই বিএনপি নির্বাচন ধ্বংস করেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে, আরেকজন গুলশানে বসে মনোনয়ন বিক্রি করেছে। এ ছাড়া পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। এভাবে তারা নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে নির্বাচনকে ধ্বংস করেছে।
বিএনপি-জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একটা অনুরোধ আপনাদের কাছে। সেটা হলো আজকে সমস্ত জায়গায়, বোমাবাজি, খুন আর অগ্নিসন্ত্রাস এবং আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’
শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে নাটোরের মনোনীত চার প্রার্থী নাটোর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল নাটোর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুনাইদ আহমদ পলক, নাটোর-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল যুক্ত হন।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী নাটোরের চারজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ ভোটারদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন।
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী নাটোরের চারজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ ভোটারদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ এবং নির্বাচন বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াল যুক্ত হওয়ার খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com