1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

পঞ্চগড়-০২ (বোদা-দেবীগঞ্জ) আসন হবে নৈতিক নেতৃত্ব ও উন্নয়নের মডেল আসন — শিশির আসাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী ও সম্ভাব্য প্রার্থী শিশির আসাদ পঞ্চগড়-০২ আসন (বোদা-দেবীগঞ্জ) নিয়ে স্বপ্ন দেখেন ন্যায়ের ভিত্তিতে গড়া একটি আদর্শ রাজনৈতিক ও উন্নয়ন ক্ষেত্র তৈরির। রাজনীতিকে নীতির পথে ফেরানোর পাশাপাশি, জনসম্পৃক্ত উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের দেশ বুলেটিন প্রতিবেদক।
দেশ বুলেটিন: আপনি কেন মনে করেন পঞ্চগড়-০২ আসনের মানুষ পরিবর্তন চায়?
শিশির আসাদ:
এই এলাকার মানুষ অনেকদিন ধরেই অবহেলিত। উন্নয়ন হয়েছে দলকেন্দ্রিক, মানুষের ভাগ্যে তেমন কিছু জোটেনি। যারা ক্ষমতায় থেকেছেন, তারা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিনিধির কাছে নিজেকে অসহায় মনে করে। মানুষ চায় একজন সত্যিকারের প্রতিনিধি, যে তাদের পাশে থাকবে, যার কথা আর কাজ এক হবে। সেই জায়গা থেকেই মানুষ পরিবর্তন চায়।
দেশ বুলেটিন: আপনার মূল পরিকল্পনা কী পঞ্চগড়-০২ আসন নিয়ে?
শিশির আসাদ:
আমি বোদা-দেবীগঞ্জকে একটি নৈতিক নেতৃত্ব, সুশাসন ও অংশগ্রহণভিত্তিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
আমার পরিকল্পনার মূল পিলারগুলো হলো:
১. দুর্নীতিমুক্ত ইউনিয়ন ভিত্তিক সেবা ব্যবস্থা গড়া।
২. তারুণ্যের নেতৃত্ব বিকাশে প্রতিটি ইউনিয়নে যুব ফোরাম ও কর্মসংস্থান উদ্যোগ।
৩. কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অংশগ্রহণমূলক উন্নয়ন বাজেট বাস্তবায়ন৷
৪. প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী এবং গরিবদের ভাতার কার্ডে স্বচ্ছতা ও জবাবদিহি।
৫. প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যে সরাসরি সংযোগ গড়ে তুলে “জনতার সভা” চালু করা।
৬. হিজড়া, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা ও অধিকার নিশ্চিত।
আমি চাই, বোদা ও দেবীগঞ্জ একসাথে হয়ে উঠুক মানবিক বাংলাদেশ গঠনের রোল মডেল।
দেশ বুলেটিন: আপনি রাজনৈতিকভাবে নতুন, এটা আপনার দুর্বলতা না শক্তি?
শিশির আসাদ:
আমি মনে করি, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কারও ধারাবাহিক দুর্নীতির উত্তরসূরি নই। আমি জনগণের ভিতর থেকে উঠে এসেছি। আমার পরিচয়—আমি জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। কোনো লুটপাট, কমিটিতে টাকার বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার আমার নামের সঙ্গে নেই। এটাই আমাকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলছে।
দেশ বুলেটিন: আপনার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি এই আসনে?
শিশির আসাদ:
সামাজিক অবিচার ও অনিয়ম। এখানকার মানুষ কার্ড পায় ঘুষ দিয়ে, চাকরি পায় পরিচয়ে, সুযোগ পায় ঘনিষ্ঠতায়। এটা বন্ধ করতে হবে। আমি মনে করি, অন্যায় করে কেউ যেন সুবিধা না পায়, আর ন্যায়বান মানুষ যেন অপমানিত না হয়—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
দেশ বুলেটিন: নির্বাচনের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন?
শিশির আসাদ:
আমি মানুষের সঙ্গে যোগাযোগ করছি। প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে মতবিনিময় সভা করছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চেষ্টা করছি জনগণের দুঃখ-দুর্দশা ও স্বপ্নগুলো শোনার, বোঝার এবং সেই অনুযায়ী পরিকল্পনা গড়ার। নির্বাচনের জন্য নয়—আজীবনের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে।
দেশ বুলেটিন: যদি নির্বাচিত হন, প্রথম কাজ কী করবেন?
শিশির আসাদ:
একটি “জনগণের অভিযোগ ও পরামর্শ সেল” চালু করবো, যাতে প্রত্যেক ইউনিয়ন থেকে মানুষ সরাসরি কথা বলতে পারে। আমি চাই, নেতৃত্ব মানে যেন হয় মানুষের সেবক হওয়া—not boss, but servant.
দেশ বুলেটিন: শেষ কথা?
শিশির আসাদ:
আমার রাজনীতি ব্যক্তিগত কিছু পাওয়ার জন্য নয়, বরং একটা প্রজন্মকে জাগিয়ে তোলার চেষ্টা। আমি বলি—“চলো, আমরা বদলাই রাজনীতিকে। রাজনীতি যেন নোংরামি নয়, হোক পবিত্র এক সামাজিক দায়িত্ব।” পঞ্চগড়-০২ কে আমরা সবাই মিলে বদলে দেব, এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে যাচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com