1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের শাশুড়ির মৃত্যুতে প্রেসক্লাবের শোক খুলনার কয়রায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী বরগুনায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্ভোধন ডোমারে প্রচন্ড তাপদহে রোপা আমন বপন হুমকির মুখে দুর্নীতির মধ্যে উদ্বোধন হলো চিলাহাটি রেল স্টেশন সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার রোধে অভিযান, ৫টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আমিরুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ জুলাই) বাদ এশা  গৃধারীপুর বাতুল করিম জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম  (লেবু মাওলানা)  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থার প্রতীক। আমরা জনগণের জান-মাল, ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাব।”  তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা উন্নয়ন, শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করব।”  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।  আরো বক্তব্য রাখেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ বেলাল উদ্দিন, সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওঃএকরামুল হক প্রমুখ।   এছাড়াও জামায়াতসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।  সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com