জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাইরে থেকে এসে নতুন চিন্তা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ দিন।
তিনি বলেন, বিএনপি সংস্কারকে ভয় পায় না,বরং স্বাগত জানায়। তবে দেশের জন্য অপ্রয়োজনীয় বিষয় সামনে আনা ঠিক নয়। পিআর বা ইভিএম -সাধারণ মানুষ বোঝে না,ব্যবহার ও করে না।
তিনি আর ও বলেন মানুষের প্রতিনিধি নির্বাচিত করতে হলে তাদের চেনা পদ্ধতিতেই ভোট আয়োজন করতে হবে। তা না হলে সমস্যার সমাধান হবে না।উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি)কিশোরগঞ্জ।