সুরেলা কন্ঠের অধিকারী উপ- মহাদেশের প্রখ্যাত লোক ও বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের৩৬ তম মহা- প্রয়ান দিবস আজ।
এই দিনে সুন্দর পৃথিবীর মায়া মমতা ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান।
কেন্দুয়া উপজেলা শিল্পকলা একাডেমীর তত্বাবধানে শিল্পকলাএকাডেমীর অন্থায়ী কার্যালয়ে বিকালে তাঁর জীবন কর্ম ও সঙ্গীত সাধনার ওপর আলোচনা ও তার রচিত সঙ্গীত পরিবেশিত হবে।প্রতিবছর দিবসটি তাঁর নিজবাড়িতে পালিত হলেও এ বছর কেন্দুয়া উপজেলা নির্বাদী অফিসার ইমদাদুল হক তালুকদার বিশেষ গুরুত্বদিয়ে সরকারী ভাবে উপজেলা শিল্পকলা একাডেমীর তত্বাবধানে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্থ্নীয় শিল্পী ছাড়াও অন্যান্য লোক ও বাউল শিল্পীগন সঙ্গীত পরিবেশন করবেন।সাধক আব্দুল মজিদ তালুকদার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে জন্মগ্রহন করেন।তিনি ১৯৪৫ সালে অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিবেশন করে সকল মহলের নজরে আসেন তিনি।সাধক আব্দুল মজিদ তালুকদার ব্রিটিশ বিরোধী আন্দোলন,১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর রচিত গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন।