২৭ ফেব্রুয়ারী জন্ম গ্রহন করেন কুষ্টিয়া জেলার ফিলিপ নগরের ইসলামপুরে। তাঁর পিতার নাম সরকার মতিউর রহমান ও মাতার মাম ফজিলা খাতুন। সঙ্গীত শিল্পী বাবু সরকারের পরিবারে সংগীত চর্চা থাকায় ছোটবেলা থেকেই সংগীতের সাথে যুক্ত হোন।
তাঁর নানা সরকার গোলাম রহমান ৬০ এর দশকে বেতারের সংগীত শিল্পী ছিলেন। শিল্পী বাবু সরকার সঙ্গীতে হাতে খড়ি নেন ভাই মিন্টু মুখলেস এর নিকট। এরপর তালিম গ্রহণ করেন কুষ্টিয়ার ওস্তাদ আব্দুল মোতালিবের কাছে। পরবর্তীতে ওস্তাদ আক্তার সাদমানির কাছে এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গুণীজনের কাছে তালিম গ্রহণ করেন। বাবু সরকার ১৯৮৮সালে বাংলাদেশ বেতার এবং ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক ও লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে সঙ্গীত পরিবেশন আসছেন। তিনি বর্তমানে বেতারের বিশেষ শ্রেণীর সংগীতশিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের ক শ্রেণীভুক্ত সংগীত শিল্পী। শিল্পী বাবু সরকার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংগীত পরিচালক হিসেবেও নিয়মিত কাজ করে চলছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমএ। সঙ্গীতশিল্পী বাবু সরকার ছোটবেলা থেকেই সংগীতের টানে কুষ্টিয়া থেকে ঢাকার চলে আসেন ৯০ দশকে। তিনি সঙ্গীতের পাশাপাশি টেলিভিশনের নাটকেও পরিচালনার কাজ করেছেন। তিনি ভারত, নেপাল, ভুটান, জাপানসহ নানা দেশে সঙ্গীত পরিবেশন করে পেয়েছেন প্রচুর প্রসংশা।