বিএনপির গঠনতন্ত্র অনুসারে,কেউ ধানেরশীষ মার্কায় নির্বাচন করতে হলেঐ লোককে বি এন পির প্রাথমিক সদস্য হতে হবে। ২০১৮ সালে জামাতের ২৫ জন নির্বাচনী প্রার্থী ছিলো,যাদের অধিকাংশ জামানত হারিয়েছিলো। তারা তখন অবশ্যই বি এন পির প্রাথমিক সদস্যপদ নবায়ন করে ই ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলো। এখন কথা হলো,জামাতের এই ২৫ জন কবে বি এন পি থেকে পদত্যাগ করবে? ফজলু পদত্যাগ করে স্বচ্ছতা দেখিয়েছে। সে এমনিতেই জামাতের রাজনীতি করে, দাঁড়িপাল্লা নিয়ে এমপি হতে চায়। ডাঃ শপিক,আব্দুল্লাহ তাহের,হামিদ আজাদ,রফিকুল,পরোয়ার মিয়ারা দ্রুত বি এন পি থেকে পদত্যাগ করুন। বি এন পি বহিষ্কার করলে,আপনারা অসন্মানিত হবেন। অসন্মানিত হওয়ার আগে ই প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র বেগম জিয়ার কাছে জমা দিন?