কক্সবাজারের টেকনাফের জিম্বংখালি সীমান্তের উপারে মিয়ানমারের অভ্যন্তরে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দিবাগত রাত বারোটার পর থেকে ঘটনা থেমে থেমে রাত আড়াইটা পর্যন্ত বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে টেকনাফের গোটা সীমা এলাকা, এতে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের রহমতের বিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়নের তুমব্রু-ঘুমধুম সীমান্ত শান্ত ছিল। গোলার শব্দবিহীন রাত পার করেছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয় লোকজন বলেন বিজিবির জিমম্বংখালির বিওপির বিপরিতে অন্তত দেড় থেকে দুই কিলোমিটার দূরে মিয়েনমারের জিবিং অং এবং হরিংগাচরের মারিককম পাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। সেখানে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) সঙ্গে আরাকান আর্মির সদস্যদের তুমুল সংঘর্ষ হচ্ছে বলে ধারণা করেছেন তারা ।এরই প্রভাবে যেকোনো সময় বিজেপি সদস্যদের বাংলাদেশে। আবারো ঢুকে পড়ার আশঙ্কা থাকলেও আজ শুক্রবার সকাল পর্যন্ত কেউ ঢুকেনি