মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ৪ ইউনিয়ন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গজারিয়া উপজেলার ভবেরচর বাসষ্টান্ডস্থ মিয়ামি রেস্টুরেন্টে এর সামনে এই সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো:মজিবুর রহমান এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো:বোরহান উদ্দিন ভূঁইয়া,আহসান উল্লাহ চেয়ারম্যান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো আমিনুল ইসলাম জসিম,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাইজিদ শ্রাবণ,উপজেলা যুবদলের আহবায়ক জিএস ওয়াহিদুজ্জামান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:জাকারিয়া ভূঁইয়া,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।এ সময় বক্তারা বলেন,১৭বছর নির্যাতিত নিপীড়িত,ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়ে ৪টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে অথচ এক শ্রেণীর বিএনপি নামধারী আওয়ামী লীগের দোসরদের নিয়ে একটি অংশ রাজনৈতিক মাঠ গরমের অপচেষ্টা করছেন যা বিভ্রান্তিকর,দ্রুত তাঁরা না সুধরালে তাদের প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।