বছর ঘুরে আবারও ফিরে এলো আল্লাহ পাক সুবহানাহু তালার অপার মহিমায় মহিমান্বিত হয়ে সমগ্র সৃষ্ট জগৎতে প্রতি রহমত মাগফিরাত ও নাজাত এ-র বাণী নিয়ে বিশ্ব মানবতার মুক্তির বার্তায় আত্নমানবতার শিক্ষা নিয়ে অপার মহিমায় নিজ নিজ হৃদয়ের পাপ পঙ্কিলতার মাঝে বিদ্যমান কুলশিত পাপ মোচনের জন্য মহান ক্ষমার বারতায় বার্তা নিয়ে আত্মশুদ্ধির বাস্তবিক বাস্তবতায় ক্ষুধার জ্বালা,দারিদ্র্যতার কুঠারাঘাতের কষ্ট কর পরিস্থিতির অভিজ্ঞতায়,ক্ষুধার আগুনে নিজেকে জ্বালিয়ে শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গ কে নিরব স্হিতি ও দূর্বলতার মাধ্যমে শারীরিক সমস্ত ইন্দ্রিয়ের শৈথিল্যতার মধ্য দিয়ে এবং খুদা ভিতির উদ্দেশ্যে পৃথিবীর জাগতিক কাজ কর্ম ও অন্যায়, পাপ,জুলুম,হিংসা, বিদ্বেষ, রিয়া,অহংকার,রিপুর কু-প্রচোনা এবং জাগতিক শয়তানের ওয়া ছায়া থেকে কিছুটা বিরত রেখে আত্মশুদ্ধি শিক্ষা,শারিরীক মানসিক ও আধ্যাতিকতার রি-ফ্রেস ডায়ালাইসিস করনের মধ্য দিয়ে নিজের উন্নতি ও স্রষ্টাকে ভিতির মাধ্যমে প্রেমের অমিত অমিও ধারায় বিশ্ব জগৎতের মাঝে ঘটমান পাপের বিনাশ ও মহান আল্লাহর কাছে রমজানের আত্মশুদ্ধির অছিলায় নিজে নিজো গুনাহের জন্য ক্ষমা চাওয়া ও আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্যই আমাদের মাঝে মহান রব্বুল আলামীনের করুনাময়তার নির্দশনই হইল পবিত্র মাহে রমজানুল মোবারক।এ-ই রমজানুল মোবারকের মহৎত্বতা ও করুনাময়তা বুঝার তৌফিক যেন আমরা সকলেই পাই।এ-ই আশা ও মনের আত্মশুদ্ধির পরিবর্তন পরিশোধন এবং নিজেকে সকল সময়ের জন্য তাকওয়া অর্জন পূর্বক মমিন মুত্তাকিত্ব যেন আমরা সকলেই অর্জন করিতে পারি সেই তৌফিক মহান আল্লাহ পাক সুবহানাহু তালা আমাদেরকে এ-ই মাহে রমজানের অছিলায় দান করেন,এ-ই প্রত্যাশায় আমাদের মাঝে বিরাজিত বিরাজমান মাহে রমজান যেন আত্মশুদ্ধির অপার মহিমায় শিক্ষা দান করেন।