রাজনীতি এক কঠিন পথ । রাজনীতির শিক্ষক সাধারণ জনগণ । আপনি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে । জনগণের চাওয়া পাওয়া । জাতিসত্তা । ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা । জনগণের সাথে আপনার সম্পর্ক । জন ভাবনা বুঝার সক্ষমতা । সময়ের সাথে নিজেকে এবং রাজনৈতিক দলকে মানিয়ে নেওয়া অসম্ভব এক রসায়ন । মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলা , সাংবাদিকদের নানান প্রসঙ্গ বুঝিয়ে বলা । নিজেকে স্মার্ট উপস্থাপন করা । এইসব রাজনীতির গভীরে ভূমিকা রাখে না । রাজনীতি হল মানুষের চিন্তা জগতে প্রভাব বিস্তার করা । ক্ষমতা এবং সাধারণের রাজনীতি দুটো ভিন্ন বিষয় । আমরা যারা জীবনের সোনালী সময় রাজনীতিতে কাটিয়ে এসেছি তা থেকে এখন শিক্ষা গ্রহণ করতে হবে । দুঃখ কষ্ট হতাশা লাঞ্ছনা কারাবন্দি সময় পরিবারহীন জীবন এইসব রাজনীতির শিক্ষা গ্রহণের স্থান । রাজনীতির ছুটে চলা সময়ের সাথে মানিয়ে নেওয়া এবং সেই সাথে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করা । জনতার সাথে মিশে যেতে হবে । আপনি হবেন তাদের সাথের একজন । সাধারণ জনগণ আপনার রাজনীতির গতিপথ নির্ধারণ করবে । কেজেবির ভিতর সিআইএ ডুকে গিয়ে রাজনীতি করা যায়না । আপনি একজন গুপ্তচর হতে পারবেন কিন্তু কোনভাবেই জননেতা হবেন না । রাজনীতি করতে হলে কঠিন পাহাড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে হবে । জনগণ সিদ্ধান্ত নিবে আপনি জননেতা নাকি গুপ্তচর ।