বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার এনজিও গ্রাউস এবং এনজিও ব্রাক এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ- সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি রোয়াংছড়ি উপজেলার ৩ নং আলেক্ষ্যং ইউপির ৮নং ওয়ার্ড বটতলী পাড়ায় এনজিও গ্রাউসের আওতায় গ্রাম উন্নয়ন সংগঠনের আওতায় বাস্তবায়ধীন কৃষি ও পুষ্টির উদ্যোগ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া একই দিনে তিনি রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির নতুন পাড়া এবং অভিচলিত পাড়ায় এনজিও ব্রাক এর জেন্ডার রেসপন্সিভ এডুকেশন এন্ড স্কিল প্রোগ্রাম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাউস এর বান্দরবান জেলা উপ- নির্বাহী পরিচালক, চিনময় মুরং, এরিয়া কোঅর্ডিনেটর, উমং সিং মারমা ব্রাক রোয়াংছড়ি উপজেলা শাখা ম্যানেজার, মোঃ হাসান মিয়া সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।