চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় ২২মে দুপুরে নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ ইবনে মাসুদ রানা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ। নিজ কর্মস্থলে যোগ দান শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইনামুল হাছান’র সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ ইনামুল হাছান তাকে শুভেচ্ছা জানান এবং সাদরে বরণ করেন। তিনি নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু জাফর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লোহাগাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি নাছির আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক জনাব সুমন মজুমদার, অর্থ সম্পাদক জনাব আতাউল্লাহ্ মোহাম্মদ সেলিম প্রমুখ।