বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বানিয়াপাড়ায় শহীদ আবু সাঈদের বাড়িতে, তার পিতার সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারতের জন্য যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় তিনি বলেন,গত বছরের আজকের এই দিনে শহীদ হন আমাদের এই রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ। আবু সাঈদ সেই দিন শহীদ হয়ে আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়ে গেছে।
আজকে আমরা তার পিতা মাতার সঙ্গে দেখা করেছি এবং তার কবর জিয়ারত করলাম, এর সাথে দিন ব্যাপী আরো অনেক প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। সর্বশেষ মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে শহীদ আবু সাঈদ সহ জুলাই আগষ্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে ডঃ মুহাম্মদ ইউনুস সাহেবের সরকারকে জানাতে চাই, শহীদ আবু সাঈদের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগরী আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজম খাঁন, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, পীরগঞ্জ উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান এবং জামায়াত মনোনীত রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন সহ আরো অনেকে।
উল্লেখ্য আজকের এই দিনে গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ কে গুলি করে হত্যা করা হয়।