1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক ও গরীবের বন্ধু খ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুল ইসলাম আর নেই,শোক প্রকাশ মানুষ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জলঢাকায় মানববন্ধন রংপূর সড়ক ও জনপথের চলমান কাজে অনিয়ম ধরা পড়লে ছাড় নেই -নির্বাহী প্রকৌশলী পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত বাগেরহাটের সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৮ জন গ্রেপ্তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার নিরাপত্তা প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় জোরদারে তৎপর উপকূলের বন্ধু: নৌবাহিনীর আলোয় আলোকিত কয়রা, বিনামূল্যে চিকিৎসায় সুস্থতার হাসি! সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত

এনামুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (২৮) নামের ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। দাড়িয়ে  থাকা বালুবাহী ট্রাকে  ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র। এ সময় আহত হেলপার একই এলাকার  মমতাজ উদ্দিনের পুত্র লায়ন মিয়া (২৫)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা নামক স্থানে (ঢাকা-রংপুর) মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে  ছিল। এসময় গুড়িগুড়িও বৃষ্টি হচ্ছিল। পরে  থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একই মুখী অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল। আর হেলপার গাড়ীটি চালাচ্ছিল। দুর্ঘটনার পরপরই চালককে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান। এ দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের ধারনা, অদক্ষ হেলপার চোখে ঘুম নিয়ে চালানোর ফলে এ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। মরদেহ উদ্ধার করে স্বজনদের মাঝে হস্তাপন্তরের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com