শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস দুলাল ও তাঁর বড় ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অভিযুক্তর প্রতিবাদে শনিবার (২৪ মে ) বিকেল পাঁচ ঘটিকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে তাঁরই ছোট ভাই ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব, জেলা বিএনপির সদস্য মুন্সী রেজাউল করিম। শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ সংলগ্ন বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম বলেন, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস দুলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের পরিবার নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা বিএনপির রাজনীতির সম্পৃক্ত। বিগত আমলে আমরা বিএনপি করার কারণে বিভিন্ন ভাবে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আমার এবং আমার পরিবারের বিএনপির রাজনীতির বয়স ৪০ বছর। আমি ছাত্রদল থেকে রাজনীতি করে আসছি উপজেলা স্বেচ্ছাসেবকদলের নির্বাচিত সভাপতি ছিলাম। শ্রীপুর থানা বিএনপির সাধারন সম্পাদক ও সদস্য সচিব ছিলাম। বর্তমানের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমার ভাতিজা মুন্সি জাহাঙ্গীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাতিজা মুন্সী ইয়াছিন আলী সোহেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ করছি এবং আপনাদের আহ্বান জানিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গত ২৩ মে কে বা কারা আমার ভাই,ভাতিজার বাড়ির পাশে পরিত্যক্ত অস্ত্র রেখে আমার ভাই এবং ভাতিজাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমরা সব সময় স্বচ্ছ ও পরিছন্ন রাজনীতি করে আসছি। স্বচ্ছ ও পরিছন্ন রাজনীতি করি বলে প্রতিপক্ষরা আমাদেরকে হিংসাত্মক অপতৎপরতা লিপ্ত হয়েছে। আমরা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই হয়তো আমাদের জন্য কাল হতে পারে। বিএনপির কমিটি গঠন চলমান রয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষরা আমার এবং আমার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই ষড়যন্ত্রের রোষানলেই আমার বড় ভাই এবং ভাতিজাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার ভাইয়ের বয়স ৮০ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দুই বার হজ্ব করেছেন। যারা আমার এই ভাই টিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার কামনা করছি। সেই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের আহ্বান জানাচ্ছি।