1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ ধ্বংসের দায়ে সাতকানিয়ায় অভিযান পরিচালনায় দুই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচয় মিললো ৮দিন বয়সের শিশুটির কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি) সুন্দরগঞ্জে ছাপরহাটীতে ভ্রাম্যমান টিসিবির পণ্য বিতারন সরিষাবাড়ীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার দুর্দিনে যারা পাশে না থেকে সুদিনে বসন্তের কোকিলের মতো ডাকে তাদের সাড়া দেবন নাঃ হিলালী ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে আলোকিত কয়রা: ডিজিটাল সুরক্ষায় নতুন দিগন্ত

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সাইবার নিরাপত্তার গুরুত্ব অনুধাবন করে খুলনার কয়রা উপজেলায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ। উপজেলা আইসিটি অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশাল শনিবার ২৪ মে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়। এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন, যা ডিজিটাল পরিসরে তাদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আইসিটি অফিসার মিহির মিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল এবং উপজেলা পরিষদের সিএ তাপস কুমার মন্ডল। বক্তারা সাইবার হামলার ঝুঁকি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সরকারি দপ্তরের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।প্রশিক্ষণার্থীদের সাইবার আক্রমণের ধরন, ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং সামাজিক প্রকৌশল (Social Engineering) সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস তার বক্তব্যে বলেন, “বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা অপরিহার্য। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি, যাতে তারা নিরাপদে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারেন এবং সরকারি তথ্য সুরক্ষিত থাকে।”উপজেলা আইসিটি অফিসার মিহির মিত্র জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইবার হুমকি মোকাবিলায় আরও বেশি সক্ষম হবেন এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।এই প্রশিক্ষণ কর্মশালা কয়রার ডিজিটাল সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সরকারি দপ্তরের কর্মীদের সাইবার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com