নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রেজাউল শিকদার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজী পাড়ার বাসিন্দা এবং মৃত মালেক শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
গত শুক্রবার (১৮ জুলাই) সকালে রেজাউল লোহাগড়া-জয়পুর সড়কে ইজিবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মাকড়াইল কাজী পাড়া কবরস্থানে দাফন করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লোহাগড়া ইজিবাইক ও সিএনজি চালক সমিতির সভাপতি রেজাউলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।